ছোট ছোট মেঘের ভেলা ভাসে আকাশে।
সুন্দর ফুল গুলো নাচে বাতাসে।
পাখায় ভর করে পাখিরা ভাসে,
চাঁদের কিরণ পেয়ে ফুলেরা হাসে।
নয়নের জলে যদি নয়ন না ভেজে,
রাতের আকাশে যদি তারা না ফোটে।
দিনের আলোয় যদি আধাঁর নামে,
প্রেমের খাতায় যদি কলংক জাগে।
আঁধার রাতে যারা করে বিচরণ,
দিনের আলোয় তাদের জাগে শিহরণ।
ডুবরিরা ডুব দেয় গভীর সাগরে,
নভোচারী ভেসে বেড়ায় শূন্য বাতাসে।
ক্ষমতার লোভে যারা করে বিচরণ,
প্রজার স্বার্থে তাদের নাই আচরণ।
মোঃ ইমরান খাঁন