ধর্ম বোকার কাছে সত্য
জ্ঞানীর কাছে মিথ্যা
শাসকের কাছে অস্ত্র,
১-বোকারা!
অন্ধ বিশ্বাসী ও গাধা চারিত্রিক হয়,
তাই তাদের ভালমন্দ বোঝার জ্ঞান নেই এবং বোঝার চেষ্টাও করেননা, নিজের জীবনের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিয়ে সামাজিক ভাবে ধর্ম প্রেমি রুপে নিজেকে প্রকাশিত করে সমাজে নিজেকে ভাল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেন।গাধার সামনে মুলা ঝুলিয়ে দিলে গাধা যেমন সারাদিন বোকার মতো মুলার পেছনে ঘুরতে থাকেন,বোকারাও তেমনি হুর গেলমান ফল মূলের লোভে ঘুরতে থাকেন, তাদের মনের মাঝে হুরের কাল্পনিক ছবি লটকিয়ে দেয়া হয়
যাতে তারা সারাজীবন তার পেছনে ছুটতে থাকে,
এবং বোকারা তাই করেন করেন কোনদিন এর হাকিতত জানার প্রচেষ্টাও করেননা, তাই সাধক এই প্রকৃতির বোকাদের উদ্দেশ্যে বলেন
(ধর্ম বোকার কাছে সত্য,)
২-জ্ঞানীরা!
সকল ধর্মের বানি নিয়ে সুগোভির চিন্তায় মগ্ন হয়ে তার হাকিকত দর্শনে মরিয়া হয়ে উঠেন তাই তারা সুফিবাদী, মানে সত্য দর্শনকারী। তারা ধর্মের বানি চিন্তা করতে করতে তার হাকিকত জানতে পারেন ও তার মর্মার্থ বুঝতে পারেন, তাই সাজানো গুছানো যুগবাদী সার্থবাদী সুবিধাদী ধর্মকে তারা নিমিষেই প্রত্যাহার করেন, মুর্খের মত শুনেই বিশ্বাস করেননা
নিজেকে ভাল দেখানোর জন্য কখনোই মিথ্যাকে গ্রহণ
করেননা, তাই- সাধক বলেন এই প্রকৃয়ার ধর্ম প্রনালী (জ্ঞানীর কাছে মিথ্যা)
আর শাসক তার শোষণ প্রকৃয়া বজায় রাখতে তার নিতি টিকিয়ে রাখতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেন। যেখানেই সার্থে আগাত হানে সেখানেই ধর্মকে
ঢাল করে সার্থ হাসিল করেন, নিত্য নতুন হাদিস তৈরি করেন আর নতুন নতুন ফতুয়ারতো অভাব নেই।
যুগ উপযোগী সংবেদনশীল ফতুয়া তৈরির জন্যতো
শাসকের বিশ্বস্ত উজির নাজির নায়েব রুপে নব নব মুফতির অভাব নেই, যাদের ফতুয়ার সামনেতো বিশ্বের বড় বড় আদি মুফতি মাওলানারা বৃথা হয়ে পরে।
কিন্তু বোকারা এটা নিয়ে কখনোই মাথা ঘামায়না যে
আল্লাহর বানি কোরানতো একটাই তাহলে একি কোরানের ব্যক্ষা ভিন্ন ভিন্ন হবে কেন? এক ক্লাসের
শতো ছাত্র হোক আর হাজার ছাত্র হোক একটি
প্রশ্নের উত্তর হাজার লোক হয়তো একেক ভাষায় বা একেক ভঙ্গিমায় দিতে পারে কিন্তু তার অর্থ ভিন্ন হয়না
প্রশ্ন একটি হাজার লোকের উত্তর ভিন্ন ভঙ্গিমায় হলেও অর্থ একি হয়। তাহলে একি কোরানের ব্যক্ষা ভিন্ন হওয়ার কারন কি??? ধর্মদ্রোহীরা ধর্ম ব্যবসায়ীরা বা শাসকরা যাই ব্যক্ষা করুক আর যেভাবে প্রচার করুক
বোকারা তা নিয়ে মাথা ঘামায়না তারা সোজা মেনে নেয়, কিন্ত সুফিবাফী সত্য প্রিপাসী জ্ঞানীরা তা মেনে নেয়না, তারা কঠর সাধনা ও গবেষণার মাধ্যমে সত্যতা
উদঘাটন করেন।
তাই সা তোধক এরিস্টটল বলেন!
ধর্ম বোকার কাছে সত্য
ধর্ম জ্ঞানীর কাছে মিথ্যা
ধর্ম শাসকের কাছে অস্ত্র
ভূল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন
ইহা একমাত্রই সুলতান পাগলার মতবাদ ( সংগ্রহে মোহাম্মদ ইমরান খান)
