~ মোহাম্মদ ইমরান খান
যতক্ষণ না নিজেকে কাজে নিয়োজিত করবেন, ততক্ষন আপনি জানতে পারবেন না, আপনার আসলে কী যোগ্যতা রয়েছে? আপনি আপনার শক্তি এবং দুর্বলতা কোনটাই ধরতে পারবেন না। কোন কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন, উদ্যোগ নিতে ভয় পাবেন না, চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হওয়ার ভয় পাবেন না। ব্যর্থতা আসলে আপনার জন্যে ভাল। এটা কোথায় ফাটল আছে তা দেখিয়ে দেয়। আপনাকে কোথায় উন্নতি করতে হবে তা দেখিয়ে দেয়। আবার আপনি কিসে ভাল সেইটাও দেখিয়ে দেয়, হয়ত আপনাকে এতে আরও ভাল হতে হবে, কিন্তু এসব কখনই হবেনা যদি আপনি চেষ্টাই না করেন। যতক্ষণ না আপনি নিজেকে কাজের মাঝে নিযুক্ত করবেন।
আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন, আমাদের রুহ তো আলামুল আমর থেকে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন যা আমরা কাজে লাগাতে পারি তাতো অসীম নয় তাইনা? তাই কখন যে পূর্ণ বয়স্ক হয়ে যাব, ঘুমাতে ঘুমাতে কখন যে বৃদ্ধ হয়ে যাব…এর মধ্যে আমাদের হাতে খুব বেশি সময় নেই নিজেকে আবিষ্কার করার, নিজেকে কাজে নিবেদিত করার। তাই নতুন কিছু করতে ভয় পাবেন না। আল্লাহ আমাদেরকে এই জীবনে এত সুন্দর এক অভিযানের সুযোগ দিয়েছেন, তাই চেষ্টা করতে ভয় পাবেন না।
“আমি কিছু একটা করব, যথা সম্ভব চেষ্টার সাথে করব। ব্যর্থতার প্রথম আগমনেই ভয় পেয়ে পালাবো না। আমি অন্য কিছু করা শুরু করব না। এটা তো জান্নাত নয়, ভাল দিনের সাথে সাথে খারাপ দিনতো থাকবেই। এই জীবনটাই এমন।”
ব্যর্থতার ভয় থেকে আপনাকে মুক্ত হতে হবে, নিজের শাকিলার (ব্যক্তিত্ব, গঠন প্রকৃতি, সামর্থ্য) উপর জোর দিতে হবে। আপনাকে প্রাথমিক ভয় কাটিয়ে উঠতে হবে, আর যখন তা পারবেন দেখবেন জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করেছে।
