পৃথিবী একটি বিদ্যালয়***
✓বিসমিল্লাহির রাহমানির রাহিম>>
এই পৃথিবীটা হলো একটি বিশাল পাঠশালা অনেক বড় বিদ্যালয়,
শিক্ষা কেন্দ্র, একটি ইউনিভার্সিটি। তার চেয়ে বড় বিদ্যালয় আর পৃথিবীতে নেই, এই বিদ্যালয়ের একটি মাত্র বই , তা হলো al-quran । এর লেখক একমাত্র এই বিশ্বজগতকে সৃষ্টিকারী এই বিশ্ববিদ্যালয় কে সৃষ্টিকারী মহান রাব্বুল আলামিন । আর এই বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষক আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সকল মানুষ ও জিন কারণ আল্লাহ পাক সূরা যারিয়াত 56 নাম্বার আয়াতে বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এক মাত্র আমার এবাদতের জন্যে। অতএব এই দুই জাতীয় হল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।এই বিদ্যালয়ের এই বই যে পড়তে পেরেছে, মনে প্রাণে ধারণ করতে পেরেছে, সেই দুনিয়া ও আখেরাতে সফল হয়েছে। আর যে করতে পারেনি, শুধু দুনিয়াতে বসবাস করে গেছে তার জন্য হয়তো দুনিয়ার শান্তি আখেরাতে তার জন্য দুর্ভোগ, একই কলেজের একই ক্লাশে লেখাপড়া করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উকিল ব্যারিস্টার, কেউ নিশা গ্রস্ত কেউ হয় আউল কেউ হয় বাউল । তেমনি এই বিশ্ববিদ্যালয় থেকে কেউ যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে । মানুষ একটি বিষয়ের উপরে পিএইচডি করে হয় ডক্টর । আর পবিত্র কালামের 6666 টি আয়াত মন প্রাণ দিয়ে পরিচালিত করেছে সে সব চেয়ে বড় ডক্টর, সকল সাবজেক্টের উপর সিএসডি কারক। কারণ আল্লাহ পাক পবিত্র কালামে বলেছেন আকাশ ও জমিনের এমন কোনো ভেদ নেই যা পবিত্র কোরানে নেই। ( সুরা আনফল নং;২৭ … আয়াত নং..৭৫.. তাহলে এই কোরআনকে রিচার্জ করতে পারলে আসমান ও জমিনের সকল বিষয়ের উপর পিএইচডি করা হলো । এই পিএইচডি অর্জন করতে পারলে হয়তো দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া কোনো না কোনো পরীক্ষায় আপনার জীবন কষ্টকর হতে পারে,পরীক্ষার কথা সুরা বাকারার 154 নম্বর আয়াতে বলা হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব । কিন্তু আখেরাতের জীবন উত্তম জীবন, যাক আল্লাহ পাক পবিত্র কালামের সূরা আদ দুহা তে বলা হয়েছে আখেরাতের জীবন তোমার জন্য উত্তম জীবন । আবার আল্লাহপাক সুরা বাকারার ২০১ নাম্বার আয়াতের আমাদের জন্য দোয়া শিখিয়েছেন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানাতা ও কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতে ও কল্যাণ দান করুন। আমরা সবাই বেশি বেশি করে, এই দোয়াটি পড়ব, দুনিয়াতে যেন আল্লাহ আমাদেরকে শান্তি দেন, আখিরাতে ও আমাদেরকে শান্তি দেন ।ওয়া আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন কোরআন ও হাদিসের বাণী নিয়ে । সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন । আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওবারাকাতুহু । লেখক ( মোহাম্মদ ইমরান খান) ?
