আল্লাহ্ বলেনঃ
” তোমরা যেখানে যে অবস্থায়ই থাকো না কেনো , মৃত্যু তোমাদের ধরবেই ।
যতো মজবুত কিল্লার মধ্যেই তোমরা অবস্থান করো না কেনো । ” ( সূরা নিসাঃ ৭৮ )
” যখন তাদের কারো কাঝে মিত্যু আছে, তখন সে বলে , হে আমার পালণকর্তা ! আমাকে পুনরায় ( দুনিয়াতে প্রেরণ করুন । ” ( সূরা আল – মুমিনুনঃ ৯৯ )
” কোনাে প্রাণীই জানে না কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে । ” ( সূরা লােকমানঃ ৩৪ )
মৃত্যু কোনাে ব্যক্তির ইচ্ছানুযায়ী , তার সুবিধা মতাে সময় এবং পছন্দনীয় স্থানে আসবে না । বরং তা আসবে আল্লাহর ইচ্ছানুযায়ী , তাঁরই নির্ধারিত সময় ও স্থানে ,
ধনী – গরীব , রাজা – প্রজা সবারই একটি ঠিকানা , ” মাটির কবর ” ।
আল্লাহ্ মৃত্যু হবে এটাই সত্য , অতঃপর সত্য এবং সত্য । আল্লাহ্ ঈমানের সহিত সকল মুসলমানের মৃত্যু দিয়েন । আমিন ।