***তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে ছাও *** করুনার ভয়ে আজ সমাজে কি চলেছে? সন্তান মা, বাবা, থেকে পালায়ন, স্বামী স্তী থেকে পালায়ন, বন্ধ বান্ধব আপ্তিয় সজন, পাড়া প্রথি বেশি, কেহ একে অপড়ের কাছে আসেনা, মৃত্যুর ভয়ে পালিয়ে যায়। এমন কি মাঠি ও জায়নামাজে পযন্ত আসেনা, একবার ও ছিন্তা করেনা আমি কি মরবো না। এখন দেখে নেই মহান
আল্লাহ কি বলেন পবিএ কালামে , >
০১-সকল প্রানি মৃত্যুর স্বাদ গ্রহন করবে , দুনিয়ার জিবন তো ধোকা ছাড়া আর কিছু নয়। ( সুঃ আল ইমরান -৩/১৮৫)
০২–কোন প্রণিই আল্লাহ র অনুমতি ছারা মারা যায় না , সু নিদিষ্ট লিখিত যে দুনিয়াতে প্রতিদান ছায় তাকে দুনিয়াতে দেই আর যে আখেরাতে ছায় তাকে আখেরাতে দেই। ( সুঃ আল ইমরান -৩/১৪৫)
০৩–তোমরা মৃত্যু থেকে পালাতে চাও তার সাতে সাক্ষাত হবেই, ( সুঃ আল জুম আহ ৬২/৮)
০৪–যেখানেই থাকনা কেন যত মঝবুত ইমারতেই থাক মৃত্যু খোজে নিবেই। (সুঃ নিসা -০৪/৭৮)
০৫–তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটিয়ে থাকেন; আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোন বন্ধু আছে, আর না কোন সাহায্যকারী। ( সুঃ আত তাওবা -৯/১১৬)
০৬–আর যদি আল্লাহ তোমাকে ক্লেশদান করেন, তাহলে তিনি ব্যতীত আর কেউ তার মোচনকারী নেই। আর যদি তিনি তোমার কল্যাণ করেন, তাহলে তিনিই তো সর্ব বিষয়ে শক্তিমান। ( সুঃ আল আন আম -৬/১৭)
০৭–এবং আল্লাহকে ভয় কর। আর বিশ্বাসীগণের উচিত, কেবল আল্লাহর উপরেই ভরসা করা। ( সুঃ মায়েদা -৫/১১)
কোরান পড়ি কোরান পড়ি কোরান দিয়েই জিবন ঘড়ি। মোঃইমরান খাঁন ***
