অনেকের জীবনে প্রেম নাকি একবারই আসে। কিন্তু আমার জীবনে প্রেম এসেছে বারবার। আমার প্রেমিকাও অনেক। রুটিন মতো তারা সবাই প্রতিনিয়ত আমার কাছে আসে, ভালোবাসে। তাদের নিত্যদিনের অভিসারে আমি বিমুগ্ধ হই, বিমোহিত হই। আমি হারিয়ে যাই সুবাসের নিখুঁত মায়াজালে। আমার প্রেমিকারা সবাই আমাকে প্রেম নিবেদন করলেও, আমি মুসাফির তাদের প্রেমের কোনো প্রতিদান দিতে পারিনি।
.
প্রেমের প্রতিদান
.
সব কিছু দিয়ে দেবো
বলেছিলো হেনা
রাতের আঁধারে এসে
বসেছিলো কোল ঘেঁষে
সুবাসের প্রেম দিয়ে
বাড়িয়েছে দেনা।
.
সেফালিও বলেছিলো
দিয়ে দেবো সব
সাদা শাড়ি লাল ঠোঁটে
হাসির ফোয়ারা ছোটে
রাত পোহাতেই ঝরা
ব্যথা অনুভব।
.
জবা প্রিয়া দিয়েছিলো
খিলখিল হাসি
ডেকেছিলো বারেবারে
পিরিতের অভিসারে
বলেছিলো মুসাফির
তোরে ভালোবাসি।
.
কামিনীটা বসে ছিলো
একেবারে কাছে
বলে কবি হাত দাও
টেনশন বাদ দাও
এখনো বুকের মাঝে
প্রেম সুধা আছে।
.
বলেশ্বরের তীরে
কাশের সে মেয়ে
বলেছিলো ধরো হাত
যাক মান কুল জাত
আমি তোরে ভালোবাসি
বেশি সব চেয়ে।
.
মালতি মাধবি চাঁপা
কার কথা কই
গোলাপি বকুলি জুঁই
আদর করেই ছুঁই
ফুল পরীদের প্রেমে
দেওয়ানাই হই।
.
সবাই করেছে প্রেম
ভালোবাসা দান
মধুর সুবাস আর
রাত জাগা অভিসার
আমিতো দেইনি কিছু
তার প্রতিদান।
.
