স্বামী স্ত্রী ঝগড়া করে এক পর্যায়ে স্বামী
তার স্ত্রীর গায়ে হাত তুললো।
তাতে স্ত্রী রাগ করে বললো: আমি অভিযোগ করতে যাচ্ছি।
স্বামী: তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে?
স্ত্রী: তুমি কি মনে করছ তুমি আমাকে বাধা দিয়ে ফিরিয়ে রাখবে ?
স্বামী: দেখি তোমার দৌড় কতটুকু?
স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়লো।
স্বামী চিন্তা করল মনে হয় আত্তহত্তা করবে বা জানালা দিয়ে পালিয়ে যাবে তাই লোকটি বাসার বাহিরে গিয়ে ভালো ভাবে দেখলো। না….. তেমন কিছু বুঝা যাচ্ছেনা।
একটু পর ঘরে এসে দেখলো যে, স্ত্রী ওযু করে বাথরুম থেকে বাহির হয়েছে। লোকটিকে উদ্দেশ্য করে বললো: আমি তার কাছেই অভিযোগ জানাবো যিনি আমাকে তোমার অধিনস্ত বানিয়েছেন। সেখানে তোমার কোন দেয়াল নেই, নেই কোন দরজা যা দিয়ে তুমি আমাকে বাধা দিবে। তার দরজা তো বন্ধ করা যায়না।
লোকটি আর কিছু বললোনা। টেনশনে পড়ে গেলো।
স্ত্রী লোকটি নামাযে দাড়িয়ে পড়লো। নামাযের মধ্যে সিজদা অনেক লম্বা করে দিলো। সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সিজদা তো শেষ হয়না। অনেক ক্ষন পর নামায শেষ হলো।
নামায যখন শেষ করে স্ত্রী যখন দু’হাত উঠালো তখন লোকটি তার হাত ধরে ফেলে বললো: সিজদায় আমার জন্য যে পরিমাণ বদ দোয়া করেছো তাতে কি যতেষ্ট হয়নি? আল্রাহর শপথ করে বলছি: এই একটু রাগারাগি আমি ইচ্ছা করে করিনি। তুমি আর বদ দোয়া করোনা। প্লীজ!!
তখন স্ত্রী বললো: এই জন্যই আমি তোমার জন্য বদ দোয়া করিনি। আমি বদ দোআ করেছি শয়তানের জন্য। আমি কি এতই বোকা যে, আমার স্বামীর জন্য বদ দোয়া করবো। যাকে আমি জীবন দিয়ে ভালোবাসি।
কথাটি শুনে লোকটির চোখে অশ্রু চলে আসে। এবং ক্ষমা চেয়ে বলল আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি: আর কখনো তোমাকে কষ্ট দিবোনা।
বর্তমান যুগের মেয়েরা হয়তো থানায় যাইত অথবা বাবার বাড়ি চলে গিয়ে কোর্টে মামলা দায়ের করতে ঠিক কিনা বন্ধুরা?