আজ ১৭ ই রমজান ঐতিহাসিক বদর দিবস। এই সেই বদর প্রান্তর যেখানে সংগঠিত হয়েছিল ইসলামের সেই প্রথম বদর যুদ্ধ। গত ৩ মাস পূর্বে ১৭ জানুয়ারী-২০ আমি, আমার বড় ছেলে উবাইদুল্লাহ মিসবাহ ইয়াহইয়া, ছোট ছেলে সাঈদ মিসবাহ যাকারিয়া, আমার আহলিয়া ও আমার মাসহ স্বপরিবারে গিয়েছিলাম ওমরার সফরে। তখন আমরা গিয়েছিলাম এ বদর প্রান্তর পরিদর্শন করতে। ছবিটা আমার নিজ হাতে তোলা। ২০১৭ সালে আল্লাহ তায়ালা হজ্বে যাওয়ার তাওফিক দিয়েছিলেন। তখন অনেক স্থান পরিদর্শন করলেও যাওয়া হয়নি বদর প্রান্তরে। তাই মনের কোঠায় একটা শুণ্যতা বিরাজ করছিল। হ্যা, আল্লাহ তায়ালা তা ওমরার সফরে পূরণ করে দিলেন, ফালিল্লাহিল হামদ।
আল্লাহ আমাদের সকল বন্ধুকে এ বদর প্রান্তর দেখে ঈমানকে শাণিত করার তাওফিক দান করুন।
