
*** আস সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের জন্য মিরাজ,যার মাধ্যমে সরা সরি আল্লাহর সাক্ষাত লাভ করা, পবিত্র কোরানের ৮২ যায়গাতে এই নামাজের কথা বল হয়েছে, আমোরা অনেকেই নামাজ আদায় করে থাকি, তার মধ্যে অনেকেই জানিনা নামাজের নিয়ম কানন। আবার অনেকেই নিয়ম জানলেও নামাজের তাসবি গুলির অর্থ জানিনা, কি বলতেছি কি চাচ্ছি আল্লাহর কাছে এই জন্যই নামাজে আমাদের অনেকেরই মননিবেশ হয়না, যে কোন জিনিষ তার অর্থ না বুঝলে ঐ কাজে মন বসেনা। আজ আমোরা নামাজের তাসবি তাহলিম গুলি কি পড়ি, ও তার অর্থ কি তা দেখি প্রথমে পবিএ হয়ে অজু গোসল করে পরিষ্কার জামা কাপর পড়ে পবিএ যায়গা পবিএ বিছানায় দ্বারিয়ে নামাজ আদায় করতে হবে,শুরুতেই তাকবিরে তাহরিমা। বলি আল্লাহু আকবার ( আল্লাহ বড় ) তার পর সানা পড়ি সোবাহানাকা আল্লাহম্মা ওয়া বি হামদিকা ওতাবারা কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লাইলাহা গাইরুকা। অর্থ -হে আল্লাহ আমি আপোনার পবিত্রা ঘোষণা করছি এবং মহিমা বর্ণনা করছি। আপোনার নাম বরকত ময়, আপোনার মাহাত্ম্য সর্বোচ্ছ, আপোনি ব্যথিত আর কেহই এবাদতের যোগ্য নয়। তার পর পড়ি ( তাসমিয়া) বিসমিল্লাহিররাহমানির রাহিম ( শুরু কড়ছি পরম করুময় দয়াল আল্লাহর নামে। (পাতেহা পড়ে সাতে যে কোন একটি সুরা মিলাবো যে যাহাই পাড়ি। আল্লাহু আকবার বলে রুকুতে যাবো , সোবাহানা রাব্বিয়াল আযীম তিন বার বলবো এর অর্থ ( আমি মহান প্রতিপালকের পবিএতা ঘোষণা করছি। রুকু থেকে দাঁড়াবে সামি আল্লাহুলিমান হামিদা, সোজা হয়ে তাহমিদ রাব্বানা লাকাল হামদ অর্থ ( হে আমার প্রথিপালক সকল প্রশংসা আপোনার জন্য। আল্লাহুআকবার বলে সেজদাহ্তে যাবো তাসবি পড়বো, সোবহানারাব্বিয়াল আলা এ অর্থ (আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ঠ তাঁরই পবিএতা বর্নানা করছি। তার পড় দুই সেজদাহ্রর মাজ খানে বসে দোয়া পড়বো, আল্লাহম্মাগফিরলী, ওয়ারহামনি, ওয়াহদিনী, ওয়ার যুকুনি। অর্থ (হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন।
তার পর এই ভাবে দুই রাকাত বা চার রাকাত নামজ পড়ে তাশাহুদ (আত্তাহিয়াতু পড়ি) দোয়ায়ে মাসুরা পড়ি, সালাম পিরাই। ইনশাআল্লাহ এই ভাবে নামাজ পড়বো আল্লাহ পাক যেন আমাদের নামাজ কভুল করেন। পাতেহা, তাশাহুদ, দোয়ায়ে মানসুরা অর্থ সহ দেওয়া হলো, যদি আমার লেখাতে কোথাও ভুল হয়ে থাকে সংশোধন করে নিবেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন , আসসালামুআলাই কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অবারাকাতুহ। ***